পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)সুযোগ পেলে এলাকার উন্নয়নে কাজ করতে চায়। কেশবপুর থেকে সকল চাঁদাবাজী বন্ধ করা হবে। নতুন বাংলাদেশ বির্নিমানে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এ দফা বাস্তবায়িত হলে দেশের প্রায় ৫০ লাখ মহিলার কর্মসংস্থান হবে। দেশের মানুষ স্বনির্ভর হবে। সকলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এটা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। সুযোগ পেলে কেশবপুরের উন্নয়নের জন্য কাজ করতে চায়। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবেন তাকে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।শনিবার (২০ সেপ্টেম্বর-২৫) সন্ধায় কেশবপুর শহরের গাজীর মোড় চত্বরে এক পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ একথা বলেন ।সভায় সভাপতিত্ব করেন, কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামছুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর বিএনপির সহ-সভাপতি ফারুকে আজম।এরপূর্বে বিকেল ৫ টায় একটি খোলা গাড়িতে দাঁড়িয়ে প্রায় আড়াই হাজার মোটর সাইকেল ও দুই শতাধিক প্রাইভেট মাইক্রো নিয়ে শোভাযাত্রার মাধ্যমে তিনি যশোর থেকে কেশবপুর এসে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবুবক্কর আবুর গ্রামের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন। এরপর কাজী রওনকুল ইসলাম শ্রাবণ তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কেশবপুর পৌর শহরে লিফলেট বিতরন করেন। বিএনপি নেতা শ্রাবণের বাড়ি কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে। তিনি ১৭ বছর পরে এই প্রথম কেশবপুরে আগমন করলেন। তাঁর আগমন উপলক্ষে কেশবপুর উপজেলার তরুণ ও যুব সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। রোববার তাকে সাগরদাঁড়ী কারিগরি কলেজ মাঠে গণসংবর্ধনা দেওয়ার জন্য বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।