1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শামুক নিধনে পরিবেশের ভারসাম্য বিপর্যয়ের আশংকা শালিখায় অসহায় নববধূকে স্বামীর বাড়ি তুলে দিতে সাহায্যের হাত বাড়ালেন বিশিষ্ট সমাজ সেবক -কাজী আল আমিন ধর্মপাশায় মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে ভুয়া তথ্যে পুলিশে চাকরি তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন মোহনগঞ্জে উন্মুক্ত জলাশয় সরকারিভাবে লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ডুমুরিয়ায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া রূপসায় বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ ডুমুরিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে আওয়ামী শাসনামলে বিএনপির নেতা কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে-আবুল হোসেন আজাদ

মোহনগঞ্জে উন্মুক্ত জলাশয় সরকারিভাবে লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে জোক্কা বিল, তাজুয়া বিল, চক চকিয়া বিল, রাঙা মাটিয়া বিলসহ ৯টি উন্মুক্ত জলাশয়ের লিজ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।সোমবার দুপুর ২টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের প্রায় ৫ শতাধিক লোক উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে এ বিক্ষোভ করেন এবং বিষয়টি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনকে অবগত করেন। পরে জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে ক্ষুব্ধ এলাকাবাসীকে আশ্বস্ত করেন ইউএনও।উপজেলা প্রশাসন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের আশপাশে থাকা জোক্কা বিল, তাজুয়া বিল, চকচকিয়া বিল, রাঙামাটিয়া বিল, ফাতেহা বিলসহ ছোট-বড় নয়টি জলাশয় রয়েছে। যুগ-যুগ ধরে গ্রামের লোকজন বর্ষাকালে ওইসব জলাশয়গুলোতে মাছ ধরে জীবিকা নির্বাহ করার পাশাপাশি শুকনো মৌসুমে তারা ওইসব জলাশয়গুলোতে তারা তাদের গরুকে গোসল করানো থেকে শুরু করে বোরো জমিতে সেচের পানি দিয়ে আসছিলেন।
এ অবস্থায় ২০১৭ সালে বিগত আওয়ামী সরকারের আমলে ওইসব জলাশয়গুলো তখনকার স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতা উপজেলা প্রশাসনের কাছ থেকে খাস-কালেকশনের মাধ্যমে লিজ নিয়ে ওইসব জলাশয়গুলো দখলে নেওয়ার চেষ্টা চালায়। তখন এলাকাবাসী তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এক পর্যায়ে তখন খাস-কালেকশনের নামে ওইসব জলাশয়গুলো উপজেলা প্রশাসনের দেওয়া লিজ বাতিলের জন্য এলাকাবাসীর পক্ষে বরান্তর গ্রামের ছাত্তার মিয়া নামে এক ব্যক্তি বাদি হয়ে তাৎক্ষণিকভাবে নেত্রকোনা সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৮ সালের সেপ্টেম্বরের শেষের দিকে বিজ্ঞ আদালত জনস্বার্থে ওইসব জলাশয়গুলোর লিজ বাতিল করে উন্মুক্ত ঘোষণা করে রায় প্রদান করেন।তখন থেকেই এলাকাবাসী ওইসব জলাশয়গুলো তারা পূর্বের ন্যায় ব্যবহার করে আসছিলেন। কিন্ত এবার ইউনিয়ন বিএনপি সভাপতি আঙ্গুর মিয়া ও স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য আশরাফুল চৌধুরী সোহেল, সেলিম খান ও রুহুল আমিন খান নামে স্থানীয় বিএনপি নেতারা মিলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এবং মামলা সংক্রান্ত তথ্য গোপন করে তারা ওইসব জলাশয় গুলো উপজেলা প্রশাসনের কাছ থেকে খাস-কালেকশনের মাধ্যমে লিজ নিয়ে সেগুলো তারা দখলে নিয়ে নেন। এরই প্রেক্ষিতে সোমবার এলাকাবাসী এর প্রতিবাদে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে বিক্ষোভ করেন।বরান্তর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া চৌধুরী ও পল্টন মিয়া চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাপ-দাদার আমল থেকেই আমরা গ্রামবাসী ওইসব উন্মুক্ত জলাশয়গুলো থেকে বোরো জমিতে সেচের পানি দেওয়াসহ নানা কাজে ব্যবহার করে আসছি। কিন্তু ইউনিয়ন বিএনপির সভাপতি আঙ্গুর মিয়াসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতা এলাকাবাসীর স্বার্থকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে কাজটি করেছেন তা শুধু দুঃখজনকই নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এর বিরূপ প্রভাব পড়বে বলেও তারা মন্তব্য করেন।উপজেলার গাগলাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আঙ্গুর মিয়া বলেন, এলাকার কোনো বিল বা জলাশয় খাস-কালেকশনের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি সব সময়ই এলাকাবাসীর সাথে ছিলাম এবং এখনো আমি এলাকাবাসীর সাথেই আছি। তবে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য আশরাফ চৌধুরী সোহেল, সেলিম খান ও রুহুল আমিন খান এসব জলাশয় খাস-কালেকশনে নেওয়ার পর আমি তাদের বিরোধিতাও করেছি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে আদালতের একটি আদেশ আমার কাছে দিয়েছেন। তবে আমরা সেটি যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট