চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডোবার পানিতে ডুবে ইসরাত মনি নামে ২ বছর বয়সের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইসরাত মনি ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা সদর ইউনিয়নের হলিদাকান্দা উত্তরপাড়া গ্রামের ফারুক মিয়ার মেয়ে শিশু ইসরাত মনি ঘুম থেকে উঠে বাড়ির পেছনে থাকা ডোবার পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার ছলে অসাবধানতাবশত সে পাশের ডোবার পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। অন্যান্য শিশুদের কাছে বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজন প্রায় ঘন্টাখানেক সময় ওই ডোবায় খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নাফ বলেন, “একটি নিষ্পাপ প্রাণের এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। তবে বর্ষাকালে সাঁতার না জানা শিশুদের চলাফেরায় পরিবারের লোকজনদেরকে অনেক সতর্ক থাকার কোনো বিকল্প নেই।