জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরার শালিখা উপজেলায় ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দেপাড়া গ্রামের ৪শতাধিক আওয়ামীলীগের নেতা কর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দেপাড়া গ্রাম যা আওয়ামীলীগের দূর্গ বলে পরিচিত। মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা বিএনপিতে যোগদান করেন।এলাকাবাসী জানায়, তাদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও স্থানীয় নেতা রবিউল ইসলাম নয়ন।বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশে নয়ন বলেন, ‘আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে থাকবো। আমরা একসাথে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি কোনো একক গোষ্ঠীর দল নয় এটি সব ধর্ম, সব মানুষের ভালোবাসার দল। আজকের এই দৃশ্য তা আবারও প্রমাণ করল।এর আগে নয়ন শালিখা উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি ঘোষণা দেন, পূজা চলাকালীন প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবী থাকবে, যারা নিরাপত্তা ও সহযোগিতার কাজ করবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো। সকলের নিরাপত্তায় বিএনপি পাহারাদার হয়ে পাশে থাকবে।