চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৩টায় পৌরশহরের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও মোহনগঞ্জ আলিম মাদরাসা। রোমাঞ্চকর লড়াইয়ে আদর্শ উচ্চ বিদ্যালয় দল এক গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, গোলশূন্য থেকে যায় আলিম মাদরাসা দল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এমএ কাদের।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসাইন, উপজেলা জামায়াতের আমির মোফাজ্জল হোসেন সবুজ, সাংবাদিক এস এম সারোয়ার খোকন, হাফিজুর রহমান চয়নসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। স্থানীয়ভাবে আয়োজিত এ ফুটবল খেলার প্রতিযোগিতাকে ঘিরে মাঠের চারপাশে শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।