1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখা ছয়ঘরিয়া ফাজিল মাদরাসায় জাক জমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত কাদাকাটি ইউনিয়ন পরিষদে তালা মেরে বন্ধ রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু–এলাকায় শোকের ছায়া রূপসায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আশাশুনিতে ওসি সামসুল আরেফিন এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ঈশ্বরগঞ্জে আবু ফাতেমা মুহাম্মদ ইসহাকের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত কেশবপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভা নিজ পরিবেশ পরিষ্কার রাখুন-সাতক্ষীরায় মশকনিধন কার্যক্রম উদ্বোধন ঈশ্বরগঞ্জে আঠারবাড়ী ইউনিয়নে কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে স্কুল-মাদরাসা ফুটবলের ফাইনাল, চ্যাম্পিয়ন-আদর্শ উচ্চ বিদ্যালয়

কাদাকাটি ইউনিয়ন পরিষদে তালা মেরে বন্ধ রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনির কাদাকাটি ইউনিয়ন পরিষদে তালা মেরে পরিষদের কার্যক্রম বন্ধ রাখায় সাধারণ মানুষের সেবা নিতে ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসীর মানববন্ধন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, কাদাকাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক জহির উদ্দিন মোড়ল, আল মাহমুদ মোড়ল, আসাদুল শাহা, ছোটলাল সাহা আলেক গাজী, শফি সরদার, খাইরুল গাজী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগের দোসর ইউপি সদস্য জাহাঙ্গীর ও উজ্জ্বল গত (১৮ই সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা কক্ষে এবং মেইন গেটে তালা মেরে পরিষদের কার্যক্রম বন্ধ রেখেছে। পরিচয় পত্র, ওয়ারেশ কাম সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, শারদীয় দুর্গা পূজার চাউল, বিজিডির চাউল, ভিডব্লিউবি এর চাউল নিতে পারছে না। এছাড়া বক্তারা আরো বলেন, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন মোড়লের বিরুদ্ধে নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। তার ওয়ার্ডে বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়ম করেছে। এমনকি কাজ না করে বিল উত্তোলন করেছে। ইউপি চেয়ারম্যান বিভিন্ন ইউপি সদস্যের প্রকল্পের কাজ সঠিক মত হচ্ছে কিনা জরুরী পদক্ষেপ নিলে। এতে করে প্রকল্পের কাজ করা ইউপি সদস্য জাহাঙ্গীর ও উজ্জল ক্ষিপ্ত হয়ে ওঠে। এছাড়া জাহাঙ্গীর প্যানেল চেয়ারম্যান দাবি করলে নিয়ম অনুযায়ী তাকে প্যানেল চেয়ারম্যান অন্তর্ভুক্ত না করায় একপর্যায়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করতে থাকে। ষড়যন্ত্র অনুযায়ী ইউপি সদস্য জাহাঙ্গীর তার অনিয়ম দুর্নীতি ধামা চাপা দিতে চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মানববন্ধন করা সহ ইউনিয়ন পরিষদে তালা মেরে রেখেছে। ইউপি সদস্য জাহাঙ্গীর মোড়ল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগের যোগদান এবং এমপি মন্ত্রীদের সঙ্গে ছবি উঠিয়ে এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন জলমহল দখল সহ নানান কর্মকাণ্ড করছিল। গত ৫ই আগস্ট সরকার পরিবর্তন হওয়ায় সে পুনরায় বিএনপি’র নেতা ছাত্রছায়ায় থেকে এবং বিএনপি’র নেতা পরিচয় দিয়ে দাপটের সাথে নানান কর্মকান্ড করে বেড়াচ্ছে। এক সময় এই ইউপি সদস্য সংসার চালাতে পারছিল না ঋণের দায়ে পালিয়ে বেড়াতে হতো এখন সে বিলাসবহুল বাড়ি ও কোটি টাকার মালিক। চড়ে দামী বাহিকে এ যেন রাতারাতে আঙ্গুল ফুড়ে কলাগাছ। এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীর মোড়ল বলেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন ইউনিয়নবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট