1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখা ছয়ঘরিয়া ফাজিল মাদরাসায় জাক জমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত কাদাকাটি ইউনিয়ন পরিষদে তালা মেরে বন্ধ রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু–এলাকায় শোকের ছায়া রূপসায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আশাশুনিতে ওসি সামসুল আরেফিন এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ঈশ্বরগঞ্জে আবু ফাতেমা মুহাম্মদ ইসহাকের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত কেশবপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভা নিজ পরিবেশ পরিষ্কার রাখুন-সাতক্ষীরায় মশকনিধন কার্যক্রম উদ্বোধন ঈশ্বরগঞ্জে আঠারবাড়ী ইউনিয়নে কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে স্কুল-মাদরাসা ফুটবলের ফাইনাল, চ্যাম্পিয়ন-আদর্শ উচ্চ বিদ্যালয়

রূপসায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)রূপসায় কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,আমাদের দেশে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে সাম্প্রদায়ীক সম্প্রতি বজায় রেখে বসবাস করে আসছে। যেখানে কোন ভেদাভেদ নেই। এজন্য আমাদের সকল অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়ী হতে হবে। তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তিনি আরো বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। যাতে কেউ অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে কার জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।তিনি বলেন বিএনপি সরকার গঠন করতে পারলে বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করা হবে। সেসময় উক্ত মন্দির গুলোতে হিন্দু ধর্মালম্বীরা নির্বিঘ্নে পুজা অর্চনা করতে পারবে। বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল এ দলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের অধিকার সমান। এ কারনে হিন্দু সম্প্রদায়ের ভোটে বিগত সময় ৩/৪ বার বিএনপি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করেছিলো। আগামী নির্বাচনেও তাদের ভোটাধিকারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। তিনি গতকাল ২৫ সেপ্টেম্বর বিকেলে রূপসা উপজেলার বিআরডিবি মিলনায়তনে রূপসা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র। মতবিনিময় সভায় রূপসা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাসের সভাপতিত্বে ও রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চলনায় স্বাগত বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু।
শুভেচ্ছা বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক তপন কুমার দাস। বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান, বিএনপি নেতা এসএম আঃ মালেক,খান আনোয়ার হোসেন,শেখ আবু সাঈদ,শরিফুল ইসলাম বকুল, মহিউদ্দীন মিন্টু,আজিজুর রহমান,মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম,শাহাবুদ্দিন ইজারাদার,আজিজুল ইসলাম নন্দু,শামীম আহমেদ জমাদ্দার,শাহজামান প্রিন্স, ফরহাদ হোসেন, পূজা পরিষদ নেতা লিটন বিশ্বাস খোকন, মনিশংকর নাগ,আশিষ রায়, পিন্টু গোপাল দে,সমীর সাহা,অধ্যক্ষ হিল্লোল মুখার্জি, প্রবীর নন্দী,শ্যামল দাস,মহিতোষ ভট্টাচার্য,গোবিন্দ বিশ্বাস,গনেশ চন্দ্র পাল,প্রান গোপাল বিশ্বাস,বাসুদেব পাল, নৃপেন্দ্রনাথ রায় প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট