পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সাগরদাঁড়ি মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।রোববার (২৮ সেপ্টেম্বর-২৫) বিকেলে সমাবেশে ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সোহরাব হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রেজাউল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির প্রভাষক রবিউল ইসলাম, সেক্রেটারি হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য মাওলানা রফিকুল ইসলাম, প্রভাষক মোঃ তাজামুল ইসলাম, উপজেলা যুব জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাবেক শিবির নেতা আব্দুল হামিদ প্রমূখ।
বক্তারা বলেন, মানুষের কাছে যেতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলাম সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। এ সময় স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।