পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, পূজামন্ডপের নেতৃবৃন্দের সাথে শারদ্ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহজ্ব আবুল হোসেন আজাদ।সোমবার (২৯ সেপ্টেম্বর-২৫) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৭টি ও সুফলাকাটি ইউনিয়নের ১৩টি পূজামন্ডপ পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের জনসাধারনের সাথে শারদ্ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। এ সময় তাঁর সাথে ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলহ্জ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক, দপ্তর সম্পাদক ফারুক খান, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক এম এ হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী প্রমূখ।এদিন সকালে তিনি উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের জনসাধারনের সাথে শারদ্ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।এছাড়া, তিনি রোববার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পৌরসভা ও সদর ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন ও জনসাধারনের সাথে শারদ্ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।