মনিরুল ইসলাম মোড়ল/খুলনা জেলার দিঘলিয়া উপজেলা পানিগাতি গ্রামের (৯ নং ওয়ার্ড) মোঃ হারুন খান এর ছেলে মোঃ টিটোন খান (৩৫) এর ব্যবসা প্রতিষ্ঠান এর সাথে সংযুক্ত প্রতিবেশী হারুন খান এর গত ইং ২৯/০৯/ ২০২২ সনে (এক) শতাংশ জমি দিঘলিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিস থেকে কবলা দলিল মূলে খরিদ করেন, জমি ক্রয় করার পর থেকে জমির মালিকানা বুঝে পাওয়ার জন্য চেষ্টা করেন। উক্ত জমির অবৈধ দখল করে রেখেছে সাগর চৌধুরী ও আজিম বেগ ।বিভিন্ন অজুহাতে দখল সত্য বুঝে না দেওয়ায়, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হয়। জমির মালিকানা বুঝে পাওয়ার জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দিঘলিয়া থানা পুলিশ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ- ইউপি সদস্যর উপর কাগজ পত্র দেখে সমাধান করিয়ে দিতে বলা হয়।গত ইং ০৮/০৮/২০২৫ তারিখে এলাকার ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে সার্ভেয়ার বি, এম রিজাউর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে মাপা মাপি করে ভুক্তভোগী টিটোন খান কে ক্রয়কৃত সম্পত্তি বুঝে না দিয়ে ক্ষমতার অপব্যবহার করে এক বৎসর সময় চেয়ে কালক্ষেপণ করে জবর দখলের চেষ্টা করছে বলে জানা যায়। গনমাধ্যম কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন সহ ভুক্তভোগী গ্রহীতা টিটোন খান এর নিকট জানতে চাইলে তিনি বলেন- আমার ক্রয়কৃত জমি প্রতিবেশী সাগর চৌধুরী ও আজিম বেগ দখল করে রেখেছে, উক্ত জমিতে আমি স্থাপনা নির্মাণ করব, প্রতিবেশী প্রতিপক্ষের নিকট জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যায়গা টিটোনের ক্রয়কৃত, তিনি জায়গা পাবে আমাদের সময় হলে জায়গা ছাড়ব। দাতা গ্রহীতা উভয়ে যার যার জায়গায় অনড় কেউই ছাড় দিতে রাজি নয় , এলাকা ঘুরে বুঝা যায় দুই পক্ষ যেকোনো মুহূর্তে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিষয়টি তদন্ত পূর্বক প্রোজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসন সহ- সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রইলো।