জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরার শালিখায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্ধ হতে বিনামূল্যে গরুর লাম্পি স্কিন (এল এস ডি) রোগের টিকা প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে৷মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ধনেশ্বরগাতী ও গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়নে, উপজেলা সদর আড়পাড়া কানুদার খাল সংলগ্ন পশু হাটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহারীন সুলতানা, ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোছাঃ নাছিমা খাতুন,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ৷উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহারীন সুলতানা বলেন, এল এস ডি গরুর জন্য একটি ভয়ংকর ভাইরাস জনিত চর্মোরোগ, এ রোগ এক গরু থেকে অন্য গরুতে সংক্রমণ ছড়ায়। মশা মাছি সংস্পর্শে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে, লাম্পি স্কিন ডিজিজ নির্মূলের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের অর্থায়নের ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ৬০০ গরুকে বিনামূল্যে টিকা দেয়া হচ্ছে।