
নিজস্ব প্রতিবেদক/সাম্প্রতিক সময়ে দলটির ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি পালনের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিগুলোতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)খুলনা ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রবিবার বিকাল ৪ টায় বেতাগ্রাম সদর ওয়ার্ডে ২০০ জনের মাঝে বিভিন্ন প্রকারের চারা বিতরণ করেছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা জেলা বিএনপির সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক এম এম নজরুল ইসলাম সকলের মাঝে এই গাছের চারা তুলে দেন।আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা, শফিকুল ইসলাম,মোঃ আব্দুল হালিম শেখ,মোঃ হাসানুর রহমান, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোঃ মশিউর রহমান, মোঃ আবুল কালাম, মোঃ কারিমুল ইসলাম, মোঃ আব্দুল মাজেদ, মোঃ লুৎফর রহমান, মোঃমিজানুর রহমান সহ ইউনিয়ন বিএনপিরর সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।