নিজস্ব প্রতিবেদক /খুলনা ডুমুরিয়ায় মাগুরাঘোনার দক্ষিণ আরশনগরে সরকারি রাস্তার ২টা সিরিজ গাছ আরশনগর ৫ নম্বর ওর্য়ার্ড জামায়েতর সভাপতির নির্দেশে কর্তন। এমন ঘটনা ঘটেছে ১৪ অক্টোবর মঙ্গলবার সকালের দিকে।কাঠ ব্যাবসায়ী নুরু শেখ এই গাছ ক্রয় করেছে বলে জানা যায়, স্থানীয় সুত্রে জানা গেছে ২ টা গাছের মুল্য সাড়ে ১২ হাজার টাকার মত যা ব্যাপারী অসাধু উপায়ে চাপে ফেলে ওর্য়ার্ড জামায়েতের সভাপতিকে ম্যানেজ করে যোগসাজশে গাছের মালিকের নিকট থোকে ৫ হাজার টাকা দামে ক্রয় করেছে।ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বড় বড় ২ টা গাছের গোড়া আছে গাছ নাই। এবং সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে দ্রুত কাটা গাছ নিয়ে ছটকে পড়ে ব্যাপারীরা, ও হাজির হয় আরশনগর ৫ নম্বর ওয়ার্ড জামায়েতের সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন এবং তিনি নিজে মুখে বলেন আমি গাছ কাটতে বলেছি। তিনি আরো বলেন আমাদের গ্রামের মসজিদের জাকাত ফান্ড আছে সেখান থেকে গরিব ও আসহায় মানুষের সাহায্য সহযোগীতা করে থাকি। গাছ বিক্রয় করা টাকা এই ফান্ডে জমা থাকবে।সরোজমীনে গিয়ে প্রকৃত গাছের মালিক মৃত হযরত সরদারের পুত্র মোঃ সোহরাব সরদারের সাথে কথা বলে জানা যায়, আমি গরিব মানুষ তারপরেও আমার স্ত্রী সন্তান সম্ভাবা যে কারণে আমার এই গাছ বিক্রয়ের জন্য দৌড়ঝাপ,আমি বিভিন্ন নেতাকর্মীর হাতে পায়ে ধরেছি গাছ বিক্রয়ের জন্য। আবশেষে মোঃ ইব্রাহীম মেম্বার এই গাছ বিক্রয়ের ব্যবস্থা করে দিয়েছে।এ বিষয়ে আরশনগর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সংগঠনিক সম্পাদক মোঃ মহাতাপ শেখ সরকারি রাস্তার গাছ কর্তনের বাধা দিলে আরশনগর ৫ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন বলেন,কে বাধা দেবে তুলে নাও গাছ আমরা আছি।এদিকে খবর পেয়ে বয়ারসিং ভুমি অফিসের নায়েব মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন সরকারি সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপের পরে বুঝা যাবে গাছ সরকারি জায়গায় না ব্যাক্তি মালিকানা জায়গায় এর পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।