
শাহ আলম কৌশিক/আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দলীয় একক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।এ সময় ১৫২, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নাম।দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়, তৃণমূলের নিবেদিতপ্রাণ ও জনপ্রিয় এই নেতা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করে অবশেষে মনোনয়ন পেয়েছেন।মনোনয়ন ঘোষণার পরপরই ঈশ্বরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা বইছে। ঈশ্বরগঞ্জবাসীর ফেসবুক টাইমলাইন ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ফেসবুক লাইভে এসে বলেন,শুরুতেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি আমাদের ১৫২, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আমার নেতা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু মনোনয়ন পেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ ঈশ্বরগঞ্জবাসীর বহু বছরের আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে।তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসনটি দলকে উপহার দেওয়া হবে এবং ঈশ্বরগঞ্জবাসীর ভাগ্যোন্নয়নে অবদান রাখা হবে।অন্যদিকে, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ কে এম হারুন অর রশিদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে নেতাকর্মীদের উদ্দেশে সচেতনতা ও সংযমের আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন কোন মিছিল হবে না, কোন প্রকার আতশবাজী হবে না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ — কোন প্রার্থীর ব্যানার বা ফেস্টুন ছিঁড়বেন না। আমাদের আনন্দ যেন কোনো ঝগড়ার সৃষ্টি না করে। সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।মনোনয়ন ঘোষণার পর ঈশ্বরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় পর্যায়ে নতুন উদ্দীপনা নিয়ে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি, তবে দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে সর্বত্র।