
পরেশ দেবনাথ/গণতন্ত্রের আপোসহীন নেত্রী, সাবেক প্রধান মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর-২৫) মাগরিবের নামাজ শেষে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবন।এছাড়া উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, রেজাউল ইসলাম, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মাস্টার আমানত আলী, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর হাসান লাভলু, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস-সহ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ।