
পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ১ টি বিদেশী পিস্তল, ৫ টি গুলি, ১ টি ম্যাগাজিন, ৭ টি দেশীয় দা, ১ টি খুর, ২ টি রামদা, ২ টি ইলেকট্রিক শক দেওয়া মেশিন, ১ টি টাকা গোনার মেশিন, ৪ টি খালি মদের বোতল, ১ টি চায়নিজ কুরাল, ১টি চাপাতি, ৪ টি অ্যান্ড্রয়েড ফোন, ৪ টি বাটন ফোন, ৩০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ ৪ জনকে আটক করেছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনা তাদের বিরুদ্ধে থানায় পৃথক-পৃথক মামলা হয়েছে। যার মামলা নং-৫/১৭৬ ও মামলা নং-৬/১৭৭।শুক্রবার (০৫ ডিসেম্বর-২৫) ভোররাতে উপজেলার ভোগতি ও আলতাপোল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ভোরে ভোগতি গ্রামের আলমগীর, জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল এবং আলতাপোল গ্রামের উজ্জলের বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়।আসামীরা হলেন, পৌর শহরের ভোগতী গ্রামের আব্দুল আজিজ মোড়লের ছেলে আলমগীর হোসেন (৪০), আরেক ছেলে কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২) ও আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ওলিয়ার রহমান উজ্জল (৩৮)।যশোর কেশবপুর থানার ডিউটি অফিসার জানান, অভিযানে উদ্ধার করা অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা।