
পরশ দেবনাথ/ শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসালিটেটর গ্রুপ (পিএফজি) ও নারী শান্তি সহায়ক প্লাটফর্মের সদস্যদের জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শণিবার (০৬ ডিসেম্বর-২৫) দুপুরে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি সড়ক সংলগ্ন মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন হলরুমে এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ২৮ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসাবে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান ও পিএফজি সমন্নয়কারী মুনছুর আযাদ। প্রশিক্ষণে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন, পিস ফ্যাসালিটেটর গ্রুপ (পিএফজি)-এর এ্যাম্বাসেডর ও সিনিয়র সাংবাদিক মোতাহার হুসাইন, সিএসও কোয়ালিশনের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভীন শিখা, পাঁজিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল (বাংলাদেশ জাতীয়তাবদী দল), ওয়ার্ড কেশবপুরের নির্বাহী পরিচালক, খেলাঘর কেশবপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, খ্রীষ্টান মিশনারীর লুইস বিশ্বাস, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সাংবাদিক আব্দুল করিম, সাংবাদিক পরেশ দেবনাথ, আজিজুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), এম,এ মান্নান (জাতীয় পার্টি), উপজেলা ব্রাহ্মন সংসদ-এর সাধারণ সম্পাদক, বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের সর্বমঙ্গলা কালীমন্দিরের স্থায়ী পুরোহিত, ভালুকঘর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাঃ সম্পাদক বাসুদেব গোস্বামী, নীগার সুলতানা, উজ্জ্বল কুমার, দলিত প্রতিনিধি সুজন দাস, ইউপি সদস্য শাহানাজ পারভীন, মাওলানা হাফিজুর রহমান প্রমূখ। প্রশিক্ষণে রাজনৈতিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধি—যারা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং নারী শান্তি সহায়ক দল (ওয়েভ)-এর সদস্য—অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে কেশবপুর উপজেলায় সম্প্রীতি, জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।