
পরেশ দেবনাথকে/শবপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর-২৫) কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই অর্থদণ্ড আরোপ করা হয়। এসময় নদীর পাশের কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী আবু হাসান, গ্রাম শানতোলা, কেশবপুর যশোরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।