
চয়ন চৌধুরী/ ধর্মপাশায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।গুরুতর আহত রিপারা আক্তার(৫৫) লালন মিয়া (৬০) সুপেল মিয়াকে (৩০) ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে স্থানীভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা (নয়াবাড়ি) গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত লালন মিয়ার ছেলে রিপন মিয়া বাদি হয়ে প্রতিপক্ষের রাজিব মিয়া (৩০) হাদি মিয়া (৬০), আলী নূরসহ (৫২) ৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঘটনার দিন রাত ১০টার দিকে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে, থানায় মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাটিকাটা (নয়াবাড়ি) গ্রামের লালন মিয়াসহ তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে একই গ্রামের আলীনূরদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় আলী নূরের নেতৃত্বে তার লোকজন ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিকভাবে লালন মিয়ার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলায় এক নারীসহ কমপক্ষে ৫ জন গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা লালন মিয়ার বাড়ি-ঘরেও হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ঘরে থাকা স্বর্ণালংকারসহ নগদ টাকাও লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের পরপর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।