
চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশা হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামতে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষে গণশুনানির কার্যক্রম শুরু করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির উদ্যোগে নিজ-নিজ ইউনিয়ন পরিষদ ভবনের সভাকক্ষে দিনব্যাপী পৃথক-পৃথকভাবে এ গণশুনানি কার্যক্রমের আয়োজন করা হয়।গণশুনানির প্রথম দিনে উপজেলার সুখাইড়-রাজাপুর দক্ষিণ ইউনিয়ন, সুখাইড়-রাজাপুর উত্তর ইউনিয়ন ও জয়শ্রী এই ৩টি ইউনিয়নের কৃষক,জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনদের নিয়ে এ গণশুনানির অনুষ্ঠিত হয়। উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে ও উক্ত কমিটির সদস্য সচিব ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত এ গণশুনানিতে কমিটির অন্যান্য সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিগণ, স্থানীয় কৃষক প্রতিনিধিগণসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।