
আজিজুল ইসলাম/খুলনা আদালত চত্বরে সংঘটিত বহুল আলোচিত জোড়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি মোঃ ইজাজুল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৬।র্যাব-৬ সূত্র জানায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় গত ১৭ নভেম্বর ২০২৫ ইং বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর রূপসা নদীর অপর পাড়ে আইজগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে গত ৩০ নভেম্বর খুলনা আদালত চত্বরে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি মোঃ ইজাজুল হোসেন (পিতা: ফারুক হোসেন), সাং- আইজগাতি, থানা- রূপসা, জেলা- খুলনা গ্রেফতার করা হয়।র্যাব জানায়, গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে এক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।ওইদিন দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের দুই ব্যক্তিকে সবার সামনে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলে দেশজুড়ে সৃষ্টি হয় ভীতি ও উদ্বেগ।প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে, হত্যাকাণ্ডটি মূলত খুলনা মহানগরীতে সক্রিয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, শক্তি প্রদর্শন এবং অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘটিত হয়েছে। মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি, চাঁদা উত্তোলনসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত বলে জানায় র্যাব।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৬ আরও জানায়, এই ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।