
চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান চৌধুরী আর নেই।বুধবার সকাল সাড়ে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ——রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন।তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় মোহনগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চের সামনের মাঠে প্রথম ও বাদ যোহর নিজ বাড়ি বরান্তর গ্রামের ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের মৃত্যুতে উপজলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীরসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।