
পরেশ দেবনাথ/কেশবপুরের মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুজিত কুমার সরকারের মা মল্লিকা রাণী সরকার (৮৫) বুধবার (১৭ ডিসেম্বর-২৫) রাত সাড়ে ৮ টায় স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছে। তিনি মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের প্রয়াত বিশিষ্ট সমাজসেবক, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিষয়ের শিক্ষক, বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠালগ্নের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শালিনী বিচারক, বিশিষ্ট রাজনীতিবিদ গনেশ চন্দ্র সরকার-এর সহধর্মিণী। তিনি মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়ে রেখে যান। ছোট ছেলে বিশ্বজিৎ সরকার ক্যানাডায় থাকায় মায়ের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর-২৫) তাকে বসুন্তিয়া মহাশ্মশানে দাহ্ করা হয়। তার মৃত্যুর খবর শুনে শত শত মানুষ বাড়িতে ও মহাশ্মশানে একনজর দেখার জন্য ছুটে যান।
মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুজিত কুমার সরকারের মা মল্লিকা রাণী সরকারের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ হালদার, সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, মঙ্গলকোট ইউনিয়ন কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান মফিজুর রহমান, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, বসুন্তিয়া তারকেশ্বর পূজা মন্দিরের সভাপতি মাস্টার প্রদীপ দেবনাথ, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাত কুমার রায়, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জোহরুল ইসলাম, সবুজ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চুকনগর অরুণ কুমার নন্দী, কালিয়ারই এস,বি,এল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরুন কুমার বিশ্বাস, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক ফিরোজ উদ্দিন মীরসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, বসুন্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-সহ বিভিন্ন শ্রেণীপেষার মানুষ।