1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের আত্মহত্যা পাথরঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বুড়িহাটি সরলা স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে পারব তা কখনো ভাবিনি,নেত্রকোনায়-বাবর নেত্রকোনা – ৪ আসনে স্বামী-স্ত্রী’র ভোট যুদ্ধ না কি নির্বাচনী কৌশল যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল যশোর-৬ আসনে এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসানের মনোনয়নপত্র জমা

আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে পারব তা কখনো ভাবিনি,নেত্রকোনায়-বাবর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী( ভ্রাম্যমাণ প্রতিবেদক) নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ,খালিয়াজুরী) আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর।সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।পরে সাংবাদিকদের সাথে আলাপকালে লুৎফুজ্জামান বাবর বলেন, আজকে এই অবস্থায় মনোনয়নপত্র দাখিল করতে পারবো এটা কখনোই ভাবিনি। এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। নির্বাচন যেন সুষ্ঠু-সুন্দর ও শান্তিপূর্ণভাবে হয়, অতীতের মতো কোন কারচুপি না হয় সেজন্য আপনারাও পর্যবেক্ষণ করবেন।ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, ভোটারদের প্রতি আমার একটাই আহ্বান আপনারা আগামীতে দেশ গড়ার জন্য সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে বিশ্বাস করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি প্ল্যান আছে আপনারা নিশ্চয়ই জানেন এবং শুনেছেন সেই প্ল্যান বাস্তবায়নের জন্য আমি আহ্বান জানাবো।তিনি আরও বলেন, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগের থেকে আরও অনেক বেশি উন্নয়ন করার চেষ্টা করবো। কারণ এখন আমার দ্বিতীয় জীবন। এই দ্বিতীয় জীবনে আমার প্রথম লক্ষ্য আখেরাত। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে উন্নয়ন আমার জনপদের মানুষের উন্নয়ন। তৃতীয়ত আমার পরিবার। নিশ্চয়ই আমি কতটুকু উন্নয়ন করবো আপনারা বুঝতেই পারছেন। এছাড়া মাদক এবং জুয়া আমার তিন থানায় ইনশাল্লাহ হতেই দিব না। এজন্য আপনারা আমাদের সহযোগিতা এবং আমাদের সাথে থাকবেন।ইসলামী দলগুলোর জোট ও নির্বাচনকে সাধুবাদ জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, অন্য জোটের সবাইকে সাধুবাদ জানাই। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। এই প্রতিযোগিতায় তাদের জনমত বেশি থাকে তবে তারাই আসবেন। আর বিএনপির জনমত বেশি থাকলে বিএনপি আসবে। এজন্য অবশ্যই সাধুবাদ জানাই জোটকে। ইনশাল্লাহ আমি আশাবাদী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট