1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের জানাজায় ভাই হত্যার বিচার চাইলেন কাউন্সিলর বাবু সাংবাদিক মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালিত ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় ধর্মপাশার সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিল্পী আর নেই কেশবপুরে অস্ত্র-গুলি,গাঁজা ইয়াবাসহ ৪জন গ্রেফতার

কেশবপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/যশোরের কেশবপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।সোমবার (২১ জুলাই-২৫) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় যশোর জেলা এবং কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে শ্রেষ্ঠ ৪০ জন শিক্ষার্থীকে ওই ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ-এর সভাপতিত্বে এবং এ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম ও গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, শ্রেষ্ঠ শিক্ষার্থী তমা দত্ত।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, ইমান নগর এমবিজি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এবং উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম এবং গীতা পাঠ করেন, ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত।এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিক, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, নিউজক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশীদ বুলবুল, সাংবাদিক পরেশ দেবনাথ, এমএম আব্দুর রহমান, জাকির হোসেন, রনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকতা-কর্মচারীবৃন্দ। শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট