1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় ধর্মপাশার সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিল্পী আর নেই কেশবপুরে অস্ত্র-গুলি,গাঁজা ইয়াবাসহ ৪জন গ্রেফতার আশাশুনিতে এমপি প্রার্থী রবিউল বাশারের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাটে বিক্রিয়‌ হয় লক্ষ লক্ষ টাকার দুধ মাগুরার শালিখায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা কেশবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত আমির এজাজ খান

ঈশ্বরগঞ্জে ভিক্ষার থালা ফেলে স্বাবলম্বী হওয়ার অঙ্গীকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুকের মাঝে গরু ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতিজন উপকারভোগীকে একটি করে গরু এবং নগদ ১৪ হাজার টাকা প্রদান করা হয়।বুধবার (৩০ জুলাই) বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে গরু, বাছুর, রশি এবং নগদ অর্থ তুলে দেন। এ সময় উপকারভোগীরা আর কখনো ভিক্ষা না করার অঙ্গীকার করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাজু আহম্মেদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসান কিবরিয়া,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ ওহাদির রহমান।৫নং জাটিয়া ইউনিয়নের মালিয়াটি গ্রামের উপকারভোগী মো.আবুল হোসেন বলেন,আমি আগে ভিক্ষা করে চলতাম, এখন গরু পেয়েছি। এই গরু লালন-পালন করে দুধ বিক্রি করে চলবো, এর আগে কেউ এমন সাহায্য করেনি। গরুটি পালন করেই আমার জীবিকা চালাবো। সরকার ও ম্যাডাম ইউএনও’র কাছে অনেক কৃতজ্ঞ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রত্যেক ভিক্ষুককে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন করা।আমরা চাই আজ যারা গরু ও নগদ অর্থ পেয়েছেন, তাদের যেন ভিক্ষা না করতে এটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে পারেন,সমাজসেবা অধিদপ্তর থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এই মানবিক উদ্যোগটি ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি প্রেরণাদায়ী দৃষ্টান্ত হয়ে উঠেছে। সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকে কর্মক্ষম করে তুলতে এ ধরনের কর্মসূচি স্থানীয় প্রশাসনের আন্তরিকতার প্রতিফলন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট