1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় ধর্মপাশার সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিল্পী আর নেই কেশবপুরে অস্ত্র-গুলি,গাঁজা ইয়াবাসহ ৪জন গ্রেফতার আশাশুনিতে এমপি প্রার্থী রবিউল বাশারের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাটে বিক্রিয়‌ হয় লক্ষ লক্ষ টাকার দুধ মাগুরার শালিখায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা

ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন: শত্রুর নৃশংসতায় ক্ষতিগ্রস্ত কৃষক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর এক নাশকতার ঘটনা ঘটেছে। উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের সুন্দাইলপাড়া গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের গুরুতর অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৫০ মণ মাছ মরে ভেসে ওঠে, যার বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী মোঃ নাজমুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় কৃষক দীর্ঘদিন ধরে সুন্দাইলপাড়া এলাকায় তার বসতভিটার সামনে ১৫ শতাংশ জায়গায় পুকুর খনন করে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু এলাকার নানা সামাজিক বিষয় নিয়ে তার পরিবারের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে আসছিল এবং একাধিকবার হুমকি-ধমকি দিয়ে আসছিল।ভুক্তভোগী জানান, গত ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে তিনি টর্চলাইট নিয়ে পুকুরের পাশে মাছ দেখাশোনা করতে গেলে দেখতে পান আসামি মোঃ শাহীন মিয়া (২৫), পিতা-মোঃ শাহাব উদ্দিন এবং মোঃ ফারুক মিয়া (৪৫),পিতা-মৃত আক্কাছ আলী সহ আরও ২/৩ জন অজ্ঞাত ব্যক্তি পুকুরের পাশে অবস্থান করছে। এর মধ্যে ১নং আসামি শাহীন আলম হাতে থাকা একটি বোতল থেকে কিটনাশক বিষ পানিতে ঢেলে দেয়। ঘটনাটি টর্চলাইটের আলোতে প্রত্যক্ষ করার পর প্রতিবাদ করলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।এর কিছুক্ষণের মধ্যেই পুকুরের পানি অস্বাভাবিক হয়ে ওঠে এবং কয়েক ঘণ্টার মধ্যে মাছগুলো পানিতে ভেসে ওঠে। এতে প্রায় ১৫০ মণ মাছ মারা যায়। ভুক্তভোগীর দাবি,এ ক্ষতির বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা।স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করে। প্রত্যক্ষদর্শী সাক্ষীদের মধ্যে ছিলেন— মোঃ আজহারুল ইসলাম (৩১), মোঃ নাঈম (২৫), মোঃ সাইদুল ইসলাম (৫৫), মোঃ নূর ইসলাম (৭০) সহ অসংখ্য গ্রামবাসী।
পরে ভুক্তভোগীসহ স্থানীয়রা ১৪ সেপ্টেম্বর বিকালে অভিযুক্ত শাহীন আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে প্রকাশ্যে স্বীকার করে যে, তার সহযোগী ফারুক মিয়া বিষ ক্রয় করে দিয়েছিল এবং তার নেতৃত্বে কয়েকজন মিলে পুকুরে বিষ প্রয়োগ করে।সুন্দাইলপাড়া গ্রামে শুধু মাছ নিধন নয় সুন্দাইলপাড়া গ্রামের মানুষ আরও একাধিক সমস্যায় জর্জরিত। প্রায়ই গ্রামের কৃষকের সেচ মটর, মোবাইল ফোন,বাইসাইকেল চুরি হচ্ছে। এমনকি গরু-ছাগল পর্যন্ত চোরের খপ্পরে পড়ছে। ফলে গ্রামবাসী দিন দিন অতিষ্ঠ হয়ে পড়েছে। গ্রামবাসীর অভিযোগ কিছুদিন পর পরই চুরি হচ্ছে, পুলিশে জানালেও চোরচক্র ধরা পড়ে না। উপরে মাছের বিষপ্রয়োগ, নিচে আবার চুরি-ডাকাতি এভাবে আমরা কতদিন থাকব?এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে প্রকাশ্যে কৃষকের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা এক নৃশংস অপরাধ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অন্যরাও একইভাবে ক্ষতিগ্রস্ত হবে।ভুক্তভোগী কৃষক মোঃ নাজমুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নাজমুল ইসলাম। ইতিমধ্যে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্র বিষয়টি তদন্তে নেমেছে।এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীর একটাই দাবি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।ঈশ্বরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ঘটনাটির বিষয়ে ইতোমধ্যেই মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া অনুসারে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট