
জহর হাসান সাগর (নিজস্ব প্রতিবেদক)সাতক্ষীরার তালা উপজেলার রহিমাবাদ শেখপাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৫) আসর নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদ, সাবেক তালা উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক এহসানুল্লাহ, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফুল ইসলাম, খুলনা বিএল কলেজ ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজ, তালা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সরদার কামরুল ইসলাম, তালা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন মোড়ল।এছাড়া আরও উপস্থিত ছিলেন তেতুলিয়া ইউনিয়ন বিএনপি’র ৮নং ওয়ার্ড সভাপতি সামজেদ, সদর ইউনিয়ন বিএনপি’র ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুবনেতা জাহাঙ্গীর হোসেন, রেজা, বিল্লাল, কাজী রিপন, কবির, আরিফুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।দোয়া মাহফিল পরিচালনা করেন যুবনেতা হাফেজ মাওলানা এনামুল হক।এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।