
শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) যোহরবাদ জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন ১৫২, ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, মো. আহসান পারভেজ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী উপস্থিত ছিলেন। পাশাপাশি পৌর বিএনপির আহ্বায়ক মো. সায়েদুল হক, সদস্যসচিব মো. নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, মো. হায়দার আলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, রাজনৈতিক সংকটের উত্তরণ এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হক আযীযী।অনুষ্ঠান শেষে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে অসংখ্য মানুষ অঙ্গদান করতে প্রস্তুত হয়ে হাসপাতালে ছুটে গেছেন। এটি প্রমাণ করে তিনি জনগণের হৃদয়ে কতটা গভীরভাবে স্থান করে নিয়েছেন। আল্লাহ তাঁর দ্রুত আরোগ্য দান করুন।তিনি আরও বলেন, স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। বিনা দোষে সাড়ে সাত বছরের কারাবরণ সত্ত্বেও তিনি দেশের মানুষের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন। এজন্য তিনি দলমত নির্বিশেষে জাতির শ্রদ্ধার প্রতীক।