1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

কেশবপুরে কালব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব)-এর ১৮ তম সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর-২৫) কালব’র উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং কালব’র সাধারণ সম্পাদক ইউপি সদস্য কামাল উদ্দীন-এর পরিচালনার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালবের ’গ’ অঞ্চলের ডিরেক্টর শেখ সহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন ও কালবের যশোর জেলা শাখার প্রোগ্রাম অফিসার পীযুষ কান্তি সরকার।অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর কালব’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মান্নান, মনিরামপুর উপজেলা কালব’র চেয়ারম্যান আশফাকুজ্জামান, পাজিয়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহজাহান, কপোতাক্ষ মহিলা ও যুব উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়া পারভিন শিখা, আবু হাসান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা।বিগত সভার কার্যবিবরণী পাঠ আলোচনা ও অনুমোদন করেন, কমিটির সদস্যরা। সদস্য ও আমন্ত্রিত অতিথিদের দীর্ঘ আলোচনার পর সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানের পূর্বে সমিতির সদস্যদের ৬ জন মেধাবী সন্তানকে ক্রেষ্ট ও নদগ অর্থ প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট