
চয়ন চৌধুরী/ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করলেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। মনোনয়ন ফরম সংগ্রহের সময় আনিসুল হকের সাথে স্থানীয় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফরম সংগ্রহ শেষে আনিসুল হক বলেন, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। এই আসনের মানুষ নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আজ ঐক্যবদ্ধ। কারন দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। মানুষের জীবনমানের উন্নয়নের জন্য, মানুষের বাকস্বাধীনতা ও অধিকার আদায়ের জন্য এই নির্বাচন। আমরা বিশ্বাস করি সুনামগঞ্জ-১ আসনের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন বলে আমার বিশ্বাস। উল্লেখ্য, সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) নিয়ে গঠিত এ আসনটিকে জেলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এবার এ আসনে আলহাজ্ব আনিসুল হক বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় নির্বাচনী এলাকার সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।