
রায়হান হাবীব/ ডুমুরিয়ায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে “আলোকিত মানুষ গড়ার প্রত্যয়” নিয়ে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ সোনামুখ স্মার্ট একাডেমি। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে একাডেমিটির কার্যক্রম শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিটির উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবকরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সুধীজন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সোনামুখ স্মার্ট একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে ডিজিটাল ক্লাসরুম, দক্ষ শিক্ষক, আধুনিক পাঠদান পদ্ধতি এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জানান, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। স্থানীয় অভিভাবকরা নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, সোনামুখ স্মার্ট একাডেমি ডুমুরিয়ার শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।