
পরেশ দেবনাথ/ মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া যুব সমাজের উদ্যোগে ২৪ জনকে বসুন্তিয়ার আলো সম্মাননা-২০২৫ ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। সমৃদ্ধ বসুন্তিয়া নির্মাণে আলোকিত ও সম্ভাবনাময় ব্যক্তিবর্গকে ওই সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর-২৫) বিকেলে বসুন্তিয়া এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ রাজ্জাক-এর সভাপতিত্বে এবং মোঃ নাহিদুল ইসলাম, পরিচালক, ইভেন্টটেক, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক-এর সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মাগুরা সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় মল্লিক, খুলনার সুন্দরবন সরকারি কলেজের অধ্যাপক এস,এম হোসেন আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ বারী, অবসরপ্রাপ্ত শিক্ষক জেহরুল ইসলাম, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল রেখা কুণ্ডু, শিক্ষক স্বদেশ মল্লিক, শিক্ষক দিপঙ্কর রায়, আবু জাফর, আব্দুল মতিন, ইমরান হোসেন, সাজিদুর রহমান প্রমূখ।স্মৃতিচারণ শেষে ২৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, ইমাম ও মুয়াজ্জিন, হাফেজ, ডাক্তার ও ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আলোকিত ও সম্ভাবনাময় ব্যক্তিবর্গকে ওই সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নূর মোহাম্মদ বিশ্বাস, সাজ্জাত আলী গাজী, মোঃ হুসাইন, মোঃ ইয়াছিন, মোঃ খলিলুর রহমান, মোঃ রেদওয়ান হোসেন, ফাহাদ হাসান, ফাহিম হোসেন, তানভীর আহমেদ, তৌকির আহমেদ, পারভেজ হোসেন রনি, খালিদ ইবনে সাজিম, দীপা পাল, মিলন হোসেন, মোঃ আব্দুল বারী, জোহর আলী, কাজল রেখা কুণ্ডু, মোঃ আফসার উদ্দিন, মোঃ আব্দুল লতিফ গাজী, মুকুন্দ বিহারী দাস, নির্ম্মল চন্দ্র দেবনাথ, তরুন কুমার সরকার, স্বদেশ কুমার মল্লিক ও উম্মে তাহমিনা মিতু।অনুষ্ঠানে অত্র এলাকার প্রায় ৪০ জন শিক্ষকসহ বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ করতে যেয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। কতৃপক্ষরা জানান, “আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যবো। আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।