
পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (মডেল স্কুল প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত) বার্ষিক পরীক্ষার ফলাফল-২০২৫ প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর-২৫) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে ওই ফলাফল ঘোষনা করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক মোঃ রেজাউল করিম।
পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালযের শিক্ষক উৎপল কুমার সেন-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুরালী গোলদার। উপস্থিত ছিলেন, সাতাইশ কাটি ব্রাহ্মণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ শেখ, আব্দুল জব্বার, কাজল গাজী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও অভিভাবক মির্জা গোলাম হাফিজ। ফলাফল শেষে প্রত্যেক শ্রেণীর ১ম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সুধীবৃন্দরা।
পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (মডেল স্কুল প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত) শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। শিক্ষক-শিক্ষিকা ১২ জন।