মোঃ ছামিউল ইসলাম /ঢোলের বাজনা, কাঁসার ঘণ্টা আর বাঁশির তালে চলছে লাঠির কসরত। প্রতিপক্ষের আঘাত-প্রতিঘাত ঠেকাতে লাঠিয়ালেরা দৃষ্টিনন্দন ভঙ্গিতে মেতে উঠেছেন খেলায়। খেলাটি দেখতে উৎসুক শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সবাই ভিড় জমিয়েছেন খোলা উঠানের চারপাশে।গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়।
জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পশ্চিম ঝাউগড়া গ্রামে । বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত চলে খেলা। শতবর্ষের পুরোনো লাঠি খেলা ও গ্রামীণ খেলা। আয়োজকদের দাবি, আমাদের পুর্ব পুরুষ ও বাপ দাদারা প্রায় দেড় শ বছর ধরে গ্রামের মানুষেরা নিজেরাই অর্থ দিয়ে এই আয়োজন করে আসছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে লাঠিয়াল সমাজ থেকে অন্যায় অপরাধ দুর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতে এই লাঠি খেলার আয়োজন।ঐতিহ্যবাহী এই গ্রামিন লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা বা সরকার থেকে সহযোগিতা এমনটাই মনে করেন দর্শনার্থীরা।