1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগর বাজারে খর্নিয়া হাইওয়ে থানার মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের আত্মহত্যা পাথরঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বুড়িহাটি সরলা স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে পারব তা কখনো ভাবিনি,নেত্রকোনায়-বাবর নেত্রকোনা – ৪ আসনে স্বামী-স্ত্রী’র ভোট যুদ্ধ না কি নির্বাচনী কৌশল যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল

ঈশ্বরগঞ্জে আধুনিক কৃষির বার্তা নিয়ে তিন দিনের কৃষি মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত আয়োজিত এই মেলাটি উপজেলার কৃষকদের মধ্যে আধুনিক ও জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যেখানে উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, কৃষক ও জনপ্রতিনিধিরা অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আজাদ সুমী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, এবং পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরাও উপস্থিত ছিলেন।মেলায় জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তির উপর ভিত্তি করে ১০টি তথ্য প্রযুক্তি স্টল এবং ১০টি নার্সারি অংশগ্রহণ করে, যেখানে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ ও চারা, জৈব সারসহ বিভিন্ন কৃষিনির্ভর সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর কৃষিকাজের প্রতি ধারণা সম্পর্কে ধারণা লাভ করেন।উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ সেলিনা পারভীন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপা রানী চৌহান স্বাগত বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য। এই মেলার মাধ্যমে কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনী ধারণা ছড়িয়ে পড়বে, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান তাঁর বক্তব্যে বলেন, ঈশ্বরগঞ্জের কৃষি উন্নয়নে এই মেলা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের কৃষকরা জলবায়ু-সহনশীল প্রযুক্তি গ্রহণ করে আরও বেশি উৎপাদন করতে পারবেন এবং জাতীয় খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে সক্ষম হবেন। সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট