শাহ আলম কৌশিক/জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ ও জনসেবামূলক কার্যক্রম।বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ সেবা কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতেই ঢাকার কেন্দ্রীয় আয়োজনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন। সকাল ১০টায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনার পর জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা প্রচার করা হয় এবং দেশব্যাপী একযোগে শপথ পাঠ অনুষ্ঠিত হয়।এ সময় সমাজসেবা মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা শপথ পাঠে অংশ নেন। শপথ পাঠের মাধ্যমে তাঁরা দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালন, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি,অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান,প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তা, জামায়াতে ইসলামীর নেতা তানহা, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসানুর রহমান সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানস্থলে উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করা হয় সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাবুথ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সাধারণ মানুষকে বিনামূল্যে রক্ত পরীক্ষা,রক্তচাপ পরিমাপ এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এতে অংশগ্রহণকারীরা সহজে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে উপস্থিত সেবা গ্রহীতারা বেশ উপকৃত হন।প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।এই আয়োজনের মাধ্যমে ঈশ্বরগঞ্জে জনসচেতনতা, দায়িত্ববোধ এবং সরকারি সেবার সহজপ্রাপ্তি তিনটি বিষয়ই একসাথে ছড়িয়ে পড়ে জনগণের মাঝে।