1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শামুক নিধনে পরিবেশের ভারসাম্য বিপর্যয়ের আশংকা শালিখায় অসহায় নববধূকে স্বামীর বাড়ি তুলে দিতে সাহায্যের হাত বাড়ালেন বিশিষ্ট সমাজ সেবক -কাজী আল আমিন ধর্মপাশায় মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে ভুয়া তথ্যে পুলিশে চাকরি তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন মোহনগঞ্জে উন্মুক্ত জলাশয় সরকারিভাবে লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ডুমুরিয়ায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া রূপসায় বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ ডুমুরিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে আওয়ামী শাসনামলে বিএনপির নেতা কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে-আবুল হোসেন আজাদ

উলিপুরে জমি বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ ১৩ জন আহত

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ এনামুল হক বিপ্লব/কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী, তৃতীয় পক্ষ সহ পুরুষ ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গোড়াই শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।রাশিদা বেগম বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে সাদ্দাম ও শাহজালালের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ হঠাৎ বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের জমি দখলের চেষ্টা করে। এরই মধ্যে তাদের হয়তো কেউ ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই দেশীয় অস্ত্র নিয়ে তারা আমাদের ওপর হামলা চালায়।স্থানীয় বিএনপি নেতা ও শাহাজান ও তার পরিবারের লোকজনদেরকে নিয়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলায় নামে। কিন্তু আমাদের সঙ্গে তাদের কোন শত্রুতা নেই তারা কেন বারবার আমাদের ক্ষতি সাধন করার চেষ্টা করে জানিনা। তবে আমারা এতটুকু জেনেছি আমার বিপক্ষ গুরুপ যাদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের কিছু জমি আছে তারা অল্প কিছু দামে নিতে পারে এজন্য তাদের হয়ে কাজ করতেছে।ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় নুর হোসেন (৬০), আসাদুল (৩০), কুদ্দুস (৫০), ফারুক (৩৬), আব্দুল হামিদ (৬০)সহ আরও কয়েকজন।খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারীরা স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি মহলের ঘনিষ্ঠ। তারা দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এলাকায় দাপট দেখিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, এসব হামলাকারীরা তথাকথিত ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ হিসেবে পরিচিত।এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট