1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৫’বছরের শিশুকে খাওয়ার প্রলোভন দেখিয়ে অশালীন আচারণের অভিযোগে মুদি দোকানদার গ্রেফতার কেশবপুর উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিয়ে বন্ধ এবং খাস জমি উদ্ধার দিঘলিয়া সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর বিরুদ্ধে নানান অভিযোগ কেশবপুরে “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত রংপুরে হিন্দু পাড়া হামলার ঘটনায় আটক ৫ সাতক্ষীরায় বনাঢ্য আয়োজনে পালিত হল মাছরাঙা টেলিভিশনের ১৪তম বষপূর্তি তানোরে ৩৪ ঘণ্টার অভিযানন চোর গ্রেপ্তার, উদ্ধার ১০ লাখ ৯৫ হাজার টাকা ধর্মপাশায় হারপি প্রকল্পের অবহিতকরণ সভা মোহনগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ধর্মপাশায় বিএনপির বিশাল জনসভা

বাঘারপাড়ায় “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫”- অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ( নিজস্ব প্রতিনিধি)বাঘারপাড়ায় “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫”-এ তরুণদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় ওই “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২৯ জুলাই-২৫) বীরপ্রতিক ইসহাক কলেজের শ্রেণিকক্ষে ওয়াইপিএজি বাঘারপাড়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাক মোশের্দ এবং সঞ্চালনা করেন জ্যেষ্ঠ প্রভাষক চৈতন্য কুমার বর্মন এবং সাবির্ক বিষয় সমন্বয় করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর রিজিওনের মাঠ সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিস অ্যাম্বাসেডর দিলরুবা পারভিন, ওয়াইপিএজি সমন্বয়কারি রিয়াজ হোসেন, সদস্য তামান্না খাতুন, সহকারি অধ্যাপক সুধাংশু কুমার রায়, শংকর কুমার পাঠক, দ্বাদশ শেণীর ছাত্রী তুষি রাজবংশী, শ্রাবনী কুন্ডু এবং ছাত্র জোবায়ের হাসান।
কুইজ প্রতিযোগিতায় প্রতিযোগীরা ৩০টি সম্প্রীতি ও সাধারণ জ্ঞানের প্রশ্নে অংশ নেয়। সেরা তিনজন বিজয়ীর নাম ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা হয় এবং তাদের উৎসাহ দিতে সম্মাননা পুরস্কার বই উপহার দেওয়া হয়।
আলোচনায় শিক্ষার্থীরা সম্প্রীতি, সহাবস্থান ও শান্তির মূল্যবোধ সম্পর্কে তাদের অনুভূতি তুলে ধরে। শিক্ষার্থীরা বলে প্রত্যেকে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে এবং প্রকৃত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে চায়, তাই ধর্ম এর বিভাজনে সংখ্যালঘু হলে তার উপর নির্যাতন করা উচিত নয়। তাই প্রত্যেকে প্রত্যেকের সম্মান করা উচিত। মুক্তি যুদ্ধের সময় সব ধর্মের মানুষ একসাথে অংশগ্রহণ করায় নিজেকে গর্বিত মনে হয়েছে। পরিস্থিতি যেমনই হোক না কেনো সাহসের সাথে এগিয়ে যেতে হবে এবং তরুণ নেতৃত্বের বিকাশ ঘটিয়ে সমাজ তথা রাষ্ট্র বিনির্মানে ভুমিকা রাখতে হবে।অনুষ্ঠান শেষে “আজকের তরুণরাই আগামীর সম্প্রীতি রক্ষার নেতৃত্ব দিবে”—এই শিরোনামে অঙ্গিকারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট