শাহিন বিশ্বাস(স্টাফ রিপোটার)সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় পার্কের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ভূমি অফিসেরই গাড়িচালকের বিরুদ্ধে।পাটকেলঘাটা ভূমি অফিস সংলগ্ন এলাকায় “নীলিমা ইকো পার্ক”র জায়গায়। জানাগেছে অভিযুক্ত: ভূমি অফিসের গাড়িচালক মুস্তাফিজের বিরুদ্ধে পার্কের সম্পত্তিতে ২০২১ সাল থেকে বন্ধ হয়ে থাকা পাঁচতলা ভবনের নির্মাণ কাজ আবারও শুরু করার অভিযোগ।২০২১ সালে সেখানে ভূমি অফিসের আরেক গাড়ি চালক তরিকুল ভবন নির্মাণ শুরু করলে এলাকাবাসী ও সাংবাদিকদের প্রতিবাদের মুখে কাজ বন্ধ হয়ে যায়।৫ আগস্ট এর পর থেকে পুনরায় আরেক গাড়িচালক আর্থিক লেনদেনের মাধ্যমে এবং প্রভাব খাটিয়ে জোরপূর্বক পার্কের জায়গায় ভবন নির্মাণ শুরু করেছেন।স্থানীয়রা বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং দখলদারিত্ব রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। পারর্কের জায়গা রক্ষা করে এলাকার ভ্রমণ পিপাসুদের বিনোদনের একমাত্র জায়গা নীলিমার ইকোপার্ক টি রক্ষা করা হোক।দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। ভূমি অফিসের আশেপাশে এমন কর্মকাণ্ডে ভূমি প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেইএ বিষয়ে তালা উপজেলা এ বিষয় তালা উপজেলা ভার প্রাপ্ত কর্মকর্তাইউএনও দিপারানী সরকার,র কাছে জানতে চাইলে তিনি জানান, আমাকে বিষয় টি আরো ৩ চার জন জানিয়েছে, আমি এসিল্যান্ডের সাথে কথা বলছি, আপনি বিষয় টা সম্পুন্ন জেনে বুঝে নিউজ করেন, উপজেলা ভূমি অফিসের গাড়িচালক মুস্তাফিজের এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অফিসের গাড়ি রাখার জন্য ভবন নির্মাণ করা হচ্ছে।