1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শামুক নিধনে পরিবেশের ভারসাম্য বিপর্যয়ের আশংকা শালিখায় অসহায় নববধূকে স্বামীর বাড়ি তুলে দিতে সাহায্যের হাত বাড়ালেন বিশিষ্ট সমাজ সেবক -কাজী আল আমিন ধর্মপাশায় মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে ভুয়া তথ্যে পুলিশে চাকরি তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন মোহনগঞ্জে উন্মুক্ত জলাশয় সরকারিভাবে লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ডুমুরিয়ায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া রূপসায় বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ ডুমুরিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে আওয়ামী শাসনামলে বিএনপির নেতা কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে-আবুল হোসেন আজাদ

সাতক্ষীরার মাহমুদপুরে পোলট্রি খামারে হামলা, মুরগি লুট ও ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/ সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গোয়ালপাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি পোলট্রি খামারে হামলা, মুরগি লুট, ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের মালিক ইয়াকুব আলী (৩৪) সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট গভীর রাতে মাহমুদপুর গ্রামের মো. সাইফুল্লাহ, হাবিবুর রহমান, ইনামুল হক, তুহিন, শাহাদাত হোসেনসহ ১৫–২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তার খামারে হামলা চালান। তারা খামারের প্রায় ১৫০টি মুরগি লুট করেন, যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। ভাঙচুর চালিয়ে আরও প্রায় এক লাখ টাকার ক্ষতি করে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।ভুক্তভোগী ইয়াকুব আলী জানান, জমি নিয়ে পূর্বে একটি মামলা হলে আদালত তার পক্ষে রায় দেন। এরপর থেকেই প্রতিপক্ষরা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার রাতে অভিযুক্তরা খামারে হামলা চালিয়ে বসতবাড়ির সামনেও ভাঙচুর করে। তিনি বাধা দিতে গেলে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনার সময় ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে অভিযুক্তরা পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘রাত দুইটার দিকে বাইরে ভাঙচুরের শব্দ পেয়ে বাইরে এসে দেখি ১৫-২০ জন মুখে কাপড় বেঁধে খামারে তাণ্ডব চালাচ্ছে।আরেক বাসিন্দা সাব্বির হোসেন বলেন, ‘সাইফুল্লাহ ও হাবিবুর রহমান দেশীয় অস্ত্র নিয়ে খামারে হামলা চালান। ইয়াকুব আলীর চিৎকারে লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।অভিযোগ থেকে জানা যায়, জমি দখলের চেষ্টা নিয়ে উত্তেজনার সূত্রপাত হয়। এ নিয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ইয়াকুব আলী আদালতে ১৪৫ ধারায় একটি অভিযোগ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে দখল বজায় রাখার নির্দেশ দেন এবং স্থানীয় থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট