আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)খুলনার রূপসায় আইচগাতী ইউনিয়নের বালুর মাঠ এলাকা থেকে রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনির একটি দল আইচগাতী রাজাপুর সাব্বির হত্যা মামলার প্রধান আসামি বি- কম্পানির শীর্ষ সন্ত্রাসী শেখ হাফিজ (৩২) তার সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মোঃ মাসুম শেখ(২২),ও মোঃ দীপু শেখ (২৪) কে, ১৩ আগষ্ট বুধবার রাত তিনটা থেকে ভোররাত পর্যন্ত অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ছুরি ও মাদক (গাজা) উদ্ধার করা হয়।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সকাল ১১ টায় থানায় প্রেস ব্রিফিং করেন।উল্লেখ্য, গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।