1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল ও খাবার বিতরণ রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙ্গে ১৬ লাখ টাকা লুট সাতক্ষীরা লাবসায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও শোভাযাত্রা ধর্মপাশায় ইউপি সদস্য অনুপস্থিত,১ বছরনাগরিক সুবিধা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী কেশবপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কেশবপুর বিএনপি’র উদ্যোগে নারী সমাবেশে অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত মোহনগঞ্জে ফসলি জমি থেকে বর্ষার পানি নিস্কাশনের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ আখাউড়ায় সাংবাদিক ও সুশীল সমাজের মানববন্ধন,৭২ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবী

ধর্মপাশায় ইউপি সদস্য অনুপস্থিত,১ বছরনাগরিক সুবিধা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৫ নাম্বার ওয়ার্ডের সদস্য মো. নূরুজ্জামান গত ১ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।এতে করে ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন ওই ওয়ার্ডের প্রায় তিন হাজার বাসিন্দা।গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই উপজেলা শ্রমিকলীগের নেতা ও ৫নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুজ্জামান পলাতক রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আর এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য বৃহস্পতিবার বিকেলে ওই ওয়ার্ডের নওধার গ্রামের বাসিন্দা মো. অনিক মিয়া (২৪) বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ইউপি সদস্য নূরুজ্জামান হলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনবারের নির্বাচিত স্থানীয় প্রভাবশালী এমপি মোয়াজ্জেম হোসেন রতনের আপন চাচাতো ভাই এবং তিনিও উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন। ইউপি সদস্য নূরুজ্জামান এমপি মোয়াজ্জেম হোসেন রতনের আপন চাচাতো ভাই হওয়ায় তিনিও এলাকায় ক্ষমতার প্রভাব খাটাতেন।
গত ৫আগস্ট আওয়ামী লীগের পতন হলে এমপি রতনের সাথে তিনিও এলাকা থেকে পালিয়ে গা ঢাকা দেন।
ভুক্তভোগী অনিক জানান, ইউপি সদস্যের অনুপস্থিতিতে তারই ছোট ভাই খায়রুলের স্বাক্ষরে অনেক সময় পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়াও দীর্ঘদিন ধরে জন্মনিবন্ধন, নাগরিক সনদপত্রসহ সাধারণ সেবা নিতে গ্রামবাসীকে একাধিকবার পরিষদে আসতে হচ্ছে, যা জনভোগান্তির সৃষ্টি করেছে। অনিক মিয়া নিজেও তার এক বছর বয়সী ছেলের জন্ম নিবন্ধন করাতে গিয়ে বেশ কয়েকবার ইউনিয়ন পরিষদে গেলেও ওই ইউপি সদস্যকে না পেয়ে তিনি এখনো পর্যন্ত তার ছেলের জন্ম নিবন্ধন করাতে পারেননি।স্থানীয়রা অভিযোগ করেন, পরিষদে ইউপি সদস্যের দেখা না মেলায় সাধারণ মানুষজনদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি ওই ওয়ার্ডবাসীর মধ্যেও এ নিয়ে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হচ্ছে।এ বিষয়ে ইউপি সদস্য মো. নুরুজ্জামান বলেন, ৫ আগষ্টের পর থেকে নানাবিধ কারণে বেশিরভাগ সময়ই আমাকে এলাকার বাহিরে অবস্থান করতে হচ্ছে। যার ফলে নিয়মিত অফিস করতে পারছি না। তবে আমার ছোটভাই মো. খায়রুলের গাছতলা বাজারে থাকা দোকানে ওয়ার্ডবাসীর প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিলে এতে আমি গিয়ে স্বাক্ষর করে আসি। তবে আমার ভাই আমার পরিবর্তে কাগজপত্রে কোন স্বাক্ষর করেনি। এব্যাপারে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জাম্মেল হক ইকবাল হজ্ব করতে সৌদি আরব থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট