কুষ্টিয়া সদরে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে কুষ্টিয়া সদরে “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট-২৫) কুষ্টিয়ার চিলিস ফুডপার্কের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পিএফজি, ওয়াইপিএজি এবং স্থানীয় নারী প্রতিনিধি, যারা রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান-এর পরিচালনা এসময় উপস্থিত ছিলেন পিএফজির কোঅর্ডিনেটর অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম এবং ওয়াইপিএজির সমন্বয়কারী সাদিক হাসান রহিদ।সভায় তাজনিহার বেগম একজন নির্যাতিত দাশ সম্প্রদায়ের নারীর ঘটনার কথা তুলে ধরেন। ফারজানা ববি রুমা পরিবারিক দ্বন্দ্ব নিরসন ও নারী সহিংসতা প্রতিরোধের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কিভাবে তিনি বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছেন, তা তুলে ধরেন।সভায় এবিষয়ে ৫ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠিত হয়ঃ তারা হলেন, সমন্বয়কারী-বনানি হাসান, সহ-সমন্বয়কারী-তিন্নি আক্তার, ফারজানা ববি রুমা, নুরবানু খাতুন, সুমাইয়া জান্নাত ও ফারহানা আলী রিক্তা। আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, এই প্ল্যাটফর্ম আগামী দিনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবে। এছাড়া, ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট)-সহ বিভিন্ন নেটওয়ার্কের বিষয়েও অবহিত করা হয়, যাতে নারীরা সহিংসতা প্রতিরোধে এবং ন্যায়বিচার পাওয়ার জন্য বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।