1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগর বাজারে খর্নিয়া হাইওয়ে থানার মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের আত্মহত্যা পাথরঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বুড়িহাটি সরলা স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে পারব তা কখনো ভাবিনি,নেত্রকোনায়-বাবর নেত্রকোনা – ৪ আসনে স্বামী-স্ত্রী’র ভোট যুদ্ধ না কি নির্বাচনী কৌশল যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল

কেশবপুরে এমআইপিএস প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)”সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পিএফজি কেশবপুরের আয়োজনে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের উদ্যোগে এবং এফসিডিওর অর্থায়নে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সম্প্রীতির বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহন করা হয়।শুক্রবার (১২ সেপ্টেম্বর-২৫) কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সাতাইশকাটি ব্রাহ্মণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ-এর সভাপতিত্বে এবং পিএফজি কেশবপুরের সমন্বয়কারী মোঃ মুনছুর আজাদ-এর সঞ্চালনায় মূল বক্তব্য প্রদান এবং প্রকল্প ও সংস্থা সম্পর্কে আলোকপাত করেন মাঠ সমন্বয়কারী আশরাফুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত শান্তি প্রতিষ্ঠার জন্য আজকের দিনে সবাইকে শপথ নিতে হবে। আলোচকদের মধ্যে প্রশিক্ষক কামরুজ্জামান বলেন, আল্লাহ প্রদত্ত আমানত রক্ষা করলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জাতি, ধর্ম ও বর্ণের বিভাজনে উসকানি না দিয়ে নিজেকে পরিবর্তনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়। প্রবন্ধ পাঠ করেন, পিস অ্যাম্বাসেডর ও গড়ভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, পাজিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মৌলভি শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম বলেন, মানুষকে ভালোবাসতে পারলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা যায়। পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ও ওয়ার্কার্স পার্টি নেতা বাবুরালী গোলদার বলেন, সংঘাতের মূল কারণ খুঁজে বের করতে হবে এবং সাম্প্রদায়িকতা রোধ করলেই সমাজে শান্তি আসবে। অধ্যাপক কফিল উদ্দীন বলেন, শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের বিশেষ ভূমিকা রাখতে হবে। বিচার-বিশ্লেষণ করে সঠিক নেতৃত্বকে সমর্থন দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান সঞ্চালক পিএফজি কেশবপুরের সমন্বয়কারী মোঃ মুনছুর আজাদ বলেন, “প্রকৃত মানুষ সেই ব্যক্তি, যার হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে।” কেশবপুরে এমআইপিএস প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস পালন অনুষ্ঠানের সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, বিশ্বের যেসব মানুষ নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সংশোধন করে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে পাঁজিয়া ইউনিয়নের সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপনের মাধ্যমে সম্প্রীতির বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট