জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরা শালিখায় সিমাখালি বাজারে জেলা পরিষদের পরিত্যক্ত জায়গায় মার্কেটের জন্য ৩৬টি দোকান স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশে লটারির মাধ্যমে বরাদ্দ দিয়েছে মাগুরা জেলা পরিষদ। এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন পত্রের আহ্বান করলে ২০৫জন আবেদনকারী অংশ নেন। পরে গত ১৪সেপ্টেম্বর (রবিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের উপস্থিতে এবং ৭০-৮০ জন আবেদনকারীদের সামনে লটারির মাধ্যমে ৩৬ জনের মাঝে দোকান বরাদ্দ করা হয়।জানা গেছে, যশোর মাগুরা হাইওয়ে রোডের পাশে জেলা পরিষদের পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন অব্যবহারিত হয়ে পড়েছিল।জেলা পরিষদের সার্ভেয়ার আজমল হক জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে দোকান ঘর বরাদ্দ দেওয়ার জন্য একটি ম্যাপ তৈরি করেন। পরে জেলা পরিষদ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দোকান ঘর বরাদ্দ দেওয়ার জন্য আবেদন জমা নেওয়া হয়।পরে লটারির মাধ্যমে ৩৬টি দোকান ঘর বরাদ্দ দেওয়া হয়। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতার জানান, কোনো ধরনের হট্টগোল বা অভিযোগ ছাড়াই এক উৎসবমুখর পরিবেশে বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।দোকান ঘর বরাদ্দের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পরিষদের স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনার ভূয়সী প্রশংসা করেন।তবে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে জেলা পরিষদের জায়গা বরাদ্দ দেওয়া কে কেন্দ্র করে সিমাখালী বাজারের একটি কুচক্রী মহল প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা যায়। এ বিষয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের কাছে জানতে চাইলে তিনি বলেন, অনেকের ইচ্ছা ছিল জেলা পরিষদের জায়গায় দোকান ঘর করবে কিন্তু তারা লটারিতে পায় নাই বলে এমন কথা বলতেছে।