পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)১৯৯৯ সাল থেকে যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে “শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে” আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শনিবার (২০ সেপ্টেম্বর-২৫) বিকেলে কেশবপুর উপজেলা শহরের মাইকেলমোড় সংলগ্ন (পিটিএফ) মিলনায়তনে “শেকড়ের সন্ধানে”র নিজস্ব কার্যালয়ে ওই প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া।পাঁজিয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কবি রুহুল আমিন-এর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া-এর সঞ্চালনায় সাহিত্য আলোচনা, গান, কবিতা পাঠ করেন, শেকড়ের সন্ধানের মিডিয়া উপদেষ্টা ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি এস,আর সাঈদ, অবসরপ্রাপ্ত শিক্ষক দিলারা বেগম, গাজী আবুবকর সিদ্দিক, কবি জাকারিয়া হোসেন, আঃ হাই হাদী, সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ, শিক্ষক গোলাম মোস্তফা, কবি আব্দুল হাই হাদী, কবি ও গায়ক নজর উদ্দিন সানা প্রমূখ।অনুষ্ঠানের শুরুতে শেকড়ের সন্ধানে’র দাতা সদস্য, বিশিষ্ঠ ছড়াকার, সমাজসেবক ও শিক্ষানুরাগী কবি রাশিদা আখতার লিলি”র মরহুমা মায়ের এবং প্রয়াত কবি গোলাম মোস্তফা-এর প্রয়াত সহধর্মিণী নুর জাহান আরা নীতি-এর স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।পরিশেষে বিভিন্ন প্রকাশনা একে অপারের মাঝে মতবিনিময়, মিষ্টিমুখ ও আপ্যায়ণ এবং ফুলের শুভেচ্ছা ছিলো অন্যতম আকর্ষণ।