
আব্দুর রশিদ/ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আশাশুনির নবাগত ইউএনও মোঃ সাইদুজ্জামান হিমু। উপজেলার বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ অফিস ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ইউএনও এর কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সৌজন্য সাক্ষাৎ করেন পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মনির হোসেন, এজিএম মাহমুদুল হাসান, উপজেলা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান ও আশাশুনি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সহ সকল শিক্ষকবৃন্দ। এসময় তিনি উপজেলার সার্বিক উন্নয়নে ইউএনও সাইদুজ্জামান হিমু সহযোগিতা কামনা করেন। এছাড়া আশাশুনি উপজেলার বিভিন্ন হাই স্কুল সহ অন্যান্য সরকারি দপ্তরের অফিসার বৃন্দ নবাগত ইউএনওকে পুস্পমাল্য দিয়ে শুভেচ্ছা জানান।