1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগর বাজারে খর্নিয়া হাইওয়ে থানার মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের আত্মহত্যা পাথরঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বুড়িহাটি সরলা স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে পারব তা কখনো ভাবিনি,নেত্রকোনায়-বাবর নেত্রকোনা – ৪ আসনে স্বামী-স্ত্রী’র ভোট যুদ্ধ না কি নির্বাচনী কৌশল যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল

মোহনগঞ্জে সাতমা-ধলাই নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ ২ মাঝির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জের সাতমা-ধলাই নদীতে বালু বোঝাই একটি বাল্কহেড নৌকা ডুবির ঘটনায় ২ মাঝি নিখোঁজ হওয়ার প্রায় ২৩ ঘন্টা পর বুধবার বিকেল ৩ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।এর আগে মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার সুয়াইর ইউনিয়নের আদর্শ নগর বাজারের অদূরে সাতমা-ধলাই নদীর ভাটি সুয়াইর নামক ব্রীজের নিচে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।এ ঘটনায় আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তি নৌকার ভেতর থেকে বেড়িয়ে সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মারুফ মিয়া (২৬) ও জিয়াউর রহমান (২২) নামে নৌকার অপর ২ জন মাঝি নিখোঁজ হন।এরপর মঙ্গলবার সকাল ১০টা থেকে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনেক চেষ্টার পর বুধবার বিকেল ৩টার দিকে ডুবন্ত নৌকাটির ভেতর থেকে নিখোঁজ ওই দুই মাঝির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।আহত মাঝি আব্দুল হককে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মোহগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলাইমূলগাঁও ইউনিয়নের দেবকান্দা গ্রামের শাহাজাদা আলীর ছেলে।নিহতরা হলেন, একই গ্রামের কুদ্দুস আলীর ছেলে মারুফ মিয়া (২৬) ও আব্দুল গফুরের ছেলে জিয়াউর রহমান (২২)।বুধবার বিকেল ৪টায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন, আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই পূর্বধলা উপজেলার দেবকান্দা গ্রামের আব্দুল হক, একই গ্রামের মারুফ মিয়া ও জিয়াউর রহমান এই তিনজন মিলে বর্ষার শুরুতেই একটি বাল্কহেড নৌকা বর্ষা ৬ মাসের জন্য ভাড়ায় এনে উক্ত নৌকা যোগে তারা কলমাকান্দাসহ বিভিন্ন স্থান থেকে বালু বোঝাই করে এনে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তা বিক্রি করে আসছিলেন। এ অবস্থায় সোমবার রাতে তারা তাদের বালু বোঝাই নৌকাটি নিয়ে উপজেলার সাতমা-ধলাই নদীর ভাটি সুয়াইর ব্রীজের নিচে অবস্থান করে সেখানে রাত্রিযাপন করছিলেন। মঙ্গলবার ভোরে তারা তিনজনই নৌকার ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় ভারী বৃষ্টির পানি জমে নৌকাটি ব্রীজের নিচে নদীতে ডুবে যায়। এসময় নৌকার ভেতর থেকে অনেক চেষ্টার পর আব্দুল হক বের হয়ে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও অন্য দুইজন নিখোঁজ হন।এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বুধবার বিকেলে জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুলিশের সহযোগিতায় মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থলে এসে উদ্ধার চেষ্টা চালিয়ে বুধবার বিকেলে তারা ডুবন্ত নৌকাটির ভেতর থেকে নিখোঁজ ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। তবে ৩০-৩৫ ফুট গভীর এ নদীটিতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজ বিলম্ব হয়েছে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট