
মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশালে উপজেলায় মৎসজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ আগষ্ট) বিকালে আনন্দ র্যালিটি উপজেলার নজরুল অডিটোরিয়াম থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে নজরুল অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নবগঠিত ত্রিশাল উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফরিদ আহমেদ শ্যামলের সভাপতিত্বে সদস্য সচিব ওবাইদুল হক মিলন ও মোঃ কামাল খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহীদুল আমীন খসরু।নবনির্বাচিত কমিটির আহবায়ক ফরিদ আহমেদ শ্যামল মেম্বার ও সদস্যা সচিব ওয়াবাইদুল হক মিলন তাদের বক্তব্যে সংগঠনের সার্বিক উন্নয়ন ও মৎস্যজীবিদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এই কমিটি ত্রিশালের রাজনীতিতে এক নতুন উদ্দীপনা ও গতি সঞ্চার করেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ইকবাল, রুকুনুজ্জামান দিপু তালুকদার, ডাঃ চাঁন মিয়া, মোঃ মোশারফ হোসেন, আলাল মিয়া, আব্দুল্লাহ আশরাফ, আবুল কাশেম, জসিম উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, আশিকুর রহমান, মোঃ ফয়সাল খাঁন, মোঃ শিপন মিয়া, আনোয়ার হোসেন রানা সহ সকল সদস্যবৃন্দ।আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, তাঁতীদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আজাহারুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মৎস্যচাষী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এসে উপস্থিত হন।এসময় বক্তারা বলেন, এই নব গঠিত কমিটির নেতৃত্ব মৎস্যজীবিদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করবে। আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ এবং মিষ্টিমুখ করানো হয়।